ঈদে আসছে শাকিব খানের তুফান
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’। ভক্তরা ধারণা করছেন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’–এর পর আবারও বড় পর্দায় ঝড় তুলতে যাচ্ছেন এই নায়ক।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘তুফান’–এর একঝলক।
রায়হান রাফী পরিচালিত সিনেমায় শাকিবের অ্যাকশন দেখে তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘তুফান’ সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখে আনন্দের জোয়ার উঠেছে ভক্ত-অনুরাগীদের মনে।
প্রযোজনা প্রতিষ্ঠানও বলছে, শাকিবের ‘তুফান’–এ বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ডভন্ড হবে। সত্যিই মনে হচ্ছে তাই ঘটতে চলেছে। যার প্রমাণ মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার। ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক-ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অর্জন করে ফেলেছে শাকিবের অ্যাকশন, অভিনয়-ভিন্ন রকম লুকের টিজার।
আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ অনেকে।
তবে এর আগে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, পায়েল, সায়ন্তিকাদের অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথম মিমির সঙ্গে দেখা যাবে এই অভিনেতাকে।