সাদা কাপড়ের বাড়তি যত্ন
গরমকালে সাদা পোশাক ছাড়া যেন চলে না। কেননা, তাপপ্রবাহে আরাম দেয় সাদা পোশাক। চলতি ফ্যাশনেও সাদা পোশাকের জয়জয়কার। তাই আমরা সবাই কমবেশি সাদা পোশাক পরতে পছন্দ করি।
সরলতা ও আভিজাত্যের এই সাদা রং পরতে পরতে কতক্ষণ উজ্জ্বল থাকে? তাই সাদা কাপড়ের চাই বাড়তি যত্ন। দেখে নিন সেগুলো—
কোথাও যাওয়ার আগে সব প্রসাধনী ও চুলের সজ্জার পর সাদা পোশাক পরুন।
অনেকের জন্যই সাদা কাপড় পরে বাইরে বের হওয়ার পর কোনো দাগ না লাগিয়ে সেভাবেই পোশাকটিকে ঘরে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ।
রাস্তায় কাদা, ময়লা থাকলে বা খাওয়ার সময় বাড়তি সতর্ক থাকুন।
দাগ লাগলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে নিন। তাতে দাগটা স্থায়ী হওয়ার আশঙ্কা অনেকটাই কেটে যাবে।
কোনো ক্ষতি ছাড়াই লেবু ও বেকিং সোডা দিয়ে কাপড়কে আরও সাদা করা যায়।
অনেকের ধারণা, বেশি ডিটারজেন্ট দিলে কাপড় বেশি পরিষ্কার হবে। তবে ঘটনা উল্টো। যত বেশি ডিটারজেন্ট দেবেন, কাপড় ততই তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে।
দাগ দূর করার জন্য ক্লোরিন ব্যবহার করলে দাগের জায়গায় নতুন করে ব্লিচের দাগ তৈরি হবে।
পারফিউম ব্যবহারে সতর্ক থাকুন।