সাদা পোশাক পরিষ্কার করার জন্য যা করা উচিত
ঠিকমতো পরিষ্কার করা না হলে সাদা কাপড় আভিজাত্য হারায়। তাই সাদা কাপড় পরিষ্কার করতে যা করা উচিত—
- শুরুতেই অন্যান্য রঙিন কাপড় থেকে সাদা কাপড়গুলো আলাদা করে ফেলুন।
- অনেক ক্ষেত্রে পরিষ্কার করার সময় রঙিন কাপড় থেকে কমবেশি রং বের হয়। সাদা ও রঙিন কাপড় একসঙ্গে পরিষ্কার করলে তাই সেই রং সাদা কাপড়ে বসে যেতে পারে।
- অন্যান্য কাপড় থেকে সাদা কাপড়কে আলাদা করার পর তাতে লেগে থাকা যেকোনো ময়লা ও দাগ তুলে ফেলুন। এ ক্ষেত্রে, আগে স্বাভাবিক বা কক্ষ তাপমাত্রার (রুম টেমপারেচার) পানিতে দাগ লেগে থাকা অংশটি ধুয়ে নিন ভালোভাবে। এরপর যেখানে দাগ লেগে আছে, সেখানে ‘স্টেইন রিমুভার’ বা তরল ডিটারজেন্ট লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সাদার ঔজ্জ্বল্য বাড়াতে ডিটারজেন্টের পাশাপাশি ব্রাইটেনার ব্যবহার করতে পারেন। কিছু ব্রাইটেনার কাপড়কে শুধু বাড়তি উজ্জ্বলতাই দেয় না, লেগে থাকা দাগ দূর করতেও সাহায্য করে।
- ধোয়া কাপড়ে ‘নীল’ও ব্যবহার করতে পারেন। সাদা কাপড়ে নীলের ব্যবহার আমাদের কাছে বেশ জনপ্রিয়। এতে কাপড়ের পুরোনো হলদেটে ভাব কেটে যায়। পাওয়া যায় নতুনের সতেজতা।
- ব্রাইটেনার, ডিটারজেন্ট ও স্টেইন রিমুভার লেগে থাকা সাদা কাপড়কে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। অনেকে মনে করেন, কাপড় ভালোভাবে পরিষ্কার করতে হলে গরম পানিতে ধোয়ার বিকল্প নেই।
- ধোয়ার সময় ঠান্ডা নাকি গরম—কোন ধরনের পানি ব্যবহার করবেন, তা নির্ভর করবে আপনার কাপড়টি কী ধরনের, তার ওপর। সাধারণত কাপড়ের গায়ে সেলাই করা লেবেলেই লেখা থাকে, কাপড়টির জন্য কোন ধরনের পানি উপযুক্ত। তবে, কাপড়ের মান অটুট রাখতে চাইলে কক্ষ তাপমাত্রার পানি ব্যবহারের বিকল্প নেই।
- সাদা কাপড় ধোয়া হয়ে গেলে ওয়াশিং মেশিন বা বালতি থেকে বের করে কোথাও এখনো দাগ লেগে আছে কি না, তা ভালো করে আরেকবার দেখে নিন। এরপরও যদি দাগ লেগে থাকে, তাহলে আবার ধুয়ে নিন।
- একদম শেষে ভেজা কাপড়কে সরাসরি রোদে শুকাতে দিন। তবে কড়া রোদে দেবেন না। কোনোভাবেই ছায়ায় শুকাতে দেওয়া যাবে না। শুকাতে দেওয়ার সময় কাপড় যেন মুক্তভাবে ঝুলে থাকে, তা নিশ্চিত করুন।
- ইস্ত্রি করে ব্যবহার করুন। তাতে কোঁচকানো ভাব কেটে যাবে।