টপ নিউজভ্রমণ

স্ট্যাচু অব লিবার্টির দেশ যুক্তরাষ্ট্র

২০২৩ সালে ৪১ দশমিক ৮ মিলিয়ন পর্যটকের আগমন হয় যুক্তরাষ্ট্রে। এখানে অনেক সুপরিচিত ভ্রমণের স্থান ও নিদর্শন রয়েছে।

নিউইয়র্ক, লাস ভেগাস, ফ্লোরিডা, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের ভীষণ জনপ্রিয় শহর। ম্যাজিক কিংডম, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক, স্ট্যাচু অব লিবার্টি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইউনিভার্সাল স্টুডিও হলিউড ইত্যাদি যুক্তরাষ্ট্র আকর্ষণের প্রধান কিছু নিদর্শন।

বিদেশি পর্যটকদের কাছ থেকে দেশটির আয় ২১ হাজার ৪০০ কোটি ডলার বা ২৩ লাখ ১০ হাজার ৮৪৮ কোটি টাকা।

ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেতে দীর্ঘ যুদ্ধ করতে হয়েছে দেশটিকে। তাই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেক পর্যটন স্থান রয়েছে দেশটিতে।

বৈচিত্র্যময় ভূ–প্রকৃতির অনেকগুলো জাতীয় উদ্যানও রয়েছে এখানে। পাশাপাশি অসংখ্য মানুষ দেশটিকে ভিড় জমান বিনোদন, ব্যবসা ও চিকিৎসার কারণে।

One thought on “স্ট্যাচু অব লিবার্টির দেশ যুক্তরাষ্ট্র

  • This piece got me thinking about comparable scenarios in other countries.
    It would be interesting to see a cross-cultural examination of how different localities are addressing this challenge.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *