ছয় ভুলে টাকাপয়সা নিয়ে পরিবারে অশান্তি
অর্থই অনর্থ। দুর্মূল্যের এই বাজারে সীমিত আয়ের পরিবারে যা নিয়ে হতে পারে মনোমালিন্য। নিত্যদিনের প্রয়োজন মেটানো নিয়ে বা শখের কেনাকাটা কিংবা সামাজিক মর্যাদা নিয়ে অশান্তি হতে পারে।
আসুন দেখে নিই এমন ছয় কারণ…
টাকাপয়সা নিয়ে আলাপ না করা
পরিস্থিতি যা-ই হোক না কেন, টাকাপয়সা নিয়ে সঙ্গীর সঙ্গে আলাপ বন্ধ করে দেওয়া যাবে না। পরিস্থিতি ভালো হোক বা মন্দ, আয়-ব্যয় সম্পর্কে আলাপ করতে হবে।
টাকা ভাগ করে নেওয়া
সব টাকা পারিবারিক যৌথ খাতে খরচ করা উচিত নয়। পরিবারের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত খরচের জন্য কিছুটা অর্থ বরাদ্দ রাখা উচিত।
বাজেট না করা
পরিবারের সদস্যসংখ্যা যতই হোক না কেন; নিজেদের মতো করে একটা ‘বাজেট’ তৈরি করতে হবে। ‘বাজেট’ অনুযায়ী খরচ করলে পরবর্তীকালে পারিবারিক অশান্তি কমে।
দোষারোপ
‘দোষ’ নিয়ে দম্পতিদের ভেতর নিয়ে তর্কবিতর্ক হয়ে থাকে। এটা ভীষণ অসুস্থ এক চর্চা।
গোপন রাখা
ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিষয় গোপন না রাখা ভালো।
আবেগে খরচ
আবেগের বশে মানুষ অনেক সময় বাড়তি খরচ করে ফেলে। এমনটা করা উচিত নয়।