বিশ্বে দ্বিতীয় সেরা কোম্পানি এনভিডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চিপের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এনভিডিয়ার বাজারমূল্য বৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
এর মাধ্যমে এনভিডিয়া বাজার মূলধনে অ্যাপলকে ছাড়িয়ে যায়। অর্থাৎ, বিশ্বে মাইক্রোসফটের পরে এনভিডিয়া এখন সবচেয়ে দামী পাবলিক কোম্পানি।
বর্তমানে এআই সম্বলিত আপগ্রেডেড চিপের চাহিদা বাজারে বেশি।
এনভিডিয়ার শেয়ারের দাম বুধবার ৫ শতাংশের বেশি বেড়ে ৩ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যের মাইলফলক স্পর্শ করেছে।
এদিন শেয়ারবাজার বন্ধের সময় এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ দশমিক ০১৯ ট্রিলিয়ন ডলার। অ্যাপলের বাজারমূল্য ছিল ২ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার। এদিন মাইক্রোসফট ছিল সবচেয়ে দামী পাবলিক কোম্পানি, যার বাজার মূলধন ৩ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার।
গত মে মাসে প্রথম প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশের পর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ২৪ শতাংশের বেশি বেড়েছে।