টপ নিউজফ্যাশন

ঢাকা ফ্যাশন ডে ২০২৪

রাজধানীর পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো ফ্যাশন ইভেন্ট ‘ঢাকা ফ্যাশন ডে ২০২৪’।

এ আয়োজনের তারকাখচিত ফ্যাশন শোয়ে বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমনি, সাবিলা নূর, তানজিন তিশা ও মামনুন হাসান ইমনের মতন সুপরিচিত তারকারা ছিলেন।

উল্লেখ্য, তারকা, ফ্যাশন বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠিত হলো এই ঢাকা ফ্যাশন ডে।

হারল্যান নিউইয়র্ক এবারের অনুষ্ঠানটির স্পন্সর ছিল। প্রতিষ্ঠানটির একটি ক্যম্পেইনের অংশ হিসেবে এই শোয়ের আয়োজন করা হয়।

শাকিব খান রিমার্ক-হারল্যানের পরিচালক।

বিদ্যা সিনহা মিম লন্ড্রি সল্যুশন ব্র্যান্ড অরিক্সের প্রতিনিধিত্ব করেন।

তানজিন তিশা বিউটি ব্র্যান্ড লিলির, পূজা চেরি স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ ও স্কিনের, পরীমনি ম্যাক্স বিউয়ের, সাবিলা নূর কালার কসমেটিকস ব্র্যান্ড নিওরের সাবিলা নূর এবং ইমন হারল্যান স্টোরের পক্ষ থেকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *