টপ নিউজবিজনেস আইডিয়া

তরুণ উদ্যোক্তারা সব লাইসেন্স চান এক ছাতার নিচে

একই ছাতার নিচে সব লাইসেন্স পেতে চান দেশের তরুণ উদ্যোক্তারা।

তারা চান, উদ্যোক্তা তৈরিতে জেলাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তরুণ উদ্যোক্তাদের পণ্য বা সেবা প্রদর্শনীর জন্য জায়গার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে হয়রানিরোধে পদক্ষেপ নেওয়া হোক।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তরুণ উদ্যোক্তা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক সভা। এতে উদ্যোক্তারা এই দাবিগুলো জানান।

এসময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কিছু কথা বলেন।

তার মতে, এই তরুণ উদ্যোক্তারাই হবে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি।

মাহবুবুল আলম বলেন, তরুণরাই হবে ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

সভায় ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে ব্যবসা-বাণিজ্যে অবদান রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *