টপ নিউজটেক

ওয়াই২৮ এনেছে ভিভো

৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ৮ জিবি র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি রম এবং ৪৮ মাসের স্মুথ পারফরম্যান্স নিয়ে তারুণ্যের দুর্দান্ত সঙ্গী হলো ভিভো ওয়াই২৮।

ওয়াই ও ভি সিরিজের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই, প্রতিদিনের কাজে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি ও প্রোডাক্টিভ থাকার নিশ্চয়তা।

ওয়াই১৮ ফোনে পড়ালেখা বা কাজ-সংক্রান্ত ইমেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সবসময়ের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন।

ব্যাটারি ফুরানোর চিন্তা নেই। কেননা, মুভি স্ট্রিমিং ও গেমিং করা যাবে ঘন্টার পর ঘন্টা। ইচ্ছেমত ভিডিও রেকর্ড করা যাবে। ফলে, বন্ধুদের সঙ্গে কাটানো সেরা সব মুহূর্ত কিংবা ক্লাসের লেকচার রেকর্ড রাখা যাবে।

সবমিলিয়ে অ্যাডভাঞ্চারপ্রিয় তরুণ প্রজন্মের ভ্রমণে সেরা সঙ্গী হতে যাচ্ছে ওয়াই২৮, যা দীর্ঘ ভ্রমণে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন। অর্থাৎ, প্রয়োজনে কিংবা বিনোদনে, স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।

স্মার্টফোনটিতে থাকা ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও চার্জ ফুরিয়ে যাবে না। সঙ্গে থাকছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি। বারবার চার্জ দেওয়ার দরকার হয় না এই স্মার্টফোনে।

এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম। আরো ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এবং ২৫৬ জিবি স্টোরেজ নিশ্চয়তা তো রয়েছেই।

৬ দশমিক ৬৮ ইঞ্চি এলসিডি স্ক্রীনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬০৮ৗ৭২০। পাঞ্চহোল ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। ব্রাইট ডিসপ্লের পাশাপাশি ব্যাকসাইডেও রয়েছে গ্লোয়িং আউটলুক।

গ্লিমিং অরেঞ্জ ও এগেট-এ দুই রঙে মিলছে ভিভো ওয়াই২৮।

ব্যবহারকারীর চোখের সুরক্ষার জন্য ভিভো এই স্মার্টফোনটিতে রেখেছে সানলাইট আই প্রোটেকশন প্রযুক্তি। তাই দীর্ঘক্ষণ ব্রাউজিংয়েও চোখে আরাম দেবে।

এ ছাড়া আরো রয়েছে, ডুয়াল স্টেরিও স্পিকার যার ভলিউম ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানো যায়।

আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি এই স্মার্টফোনটিকে করেছে জীবনের চমৎকার সঙ্গী।

স্মার্টফোনটির ওজন মাত্র ১৯৯ গ্রাম এবং পুরুত্ব ৭ দশমিক ৯৯ মিলিমিটার।

কম্পোজিট প্লাস্টিক বডির স্মার্টফোনটির ডান পাশে থাকছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে থাকছে ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন। ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং সামনে অরা স্ক্রিন লাইটের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে।

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের চলবে ভিভো ওয়াই২৮। রয়েছে ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেম।

৬ জিবি+৬ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাবে ভিভো ওয়াই২৮; দাম ২০ হাজার ৯৯৯ টাকা।

৮ জিবি+৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের ভিভো ওয়াই২৮-এর দাম ২৫ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোন ভিভো ওয়াই২৮-এর প্রি-বুকিং চলবে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি এবং স্টোরেজ ক্যাপাসিটির ওপর নির্ভর করে সব পারফরম্যান্স। এক্ষেত্রে ভিভো ওয়াই২৮ দেবে শতভাগ সাপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *