তাজ্জব ব্যাপার! ৫০ বছরে প্রথম স্যামসাংয়ে ধর্মঘট
তাজ্জব ব্যাপার! ৫০ বছরে প্রথম স্যামসাংয়ে ধর্মঘট দেখা গেল। দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস।
প্রতিষ্ঠানটিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। গত ৫০ বছরের মধ্যে এটাই প্রথম ধর্মঘট।
শুরুতে তিন দিনের জন্য ধর্মঘট ডাকা হয়। পরে শ্রমিক সংগঠন জানায়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দর-কষাকষির টেবিলে আনতে ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। ট্রেড ইউনিয়নটি হাজার হাজার শ্রমিককে প্রতিনিধিত্ব করে। স্যামসাংয়ে অনেক দিন ধরেই কোনো ট্রেড ইউনিয়ন ছিল না। ইউনিয়নের সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি। কোম্পানিতে যত শ্রমিক আছেন তার এক-পঞ্চমাংশের বেশি এই ট্রেড ইউনিয়নের সদস্য।
এই প্রযুক্তি কোম্পানির/Tech Company ইতিহাসে চলমান ধর্মঘট সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের ঘটনা।
চিপ/chip তৈরির এই কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াতে এই ধর্মঘট/strike ডাকা হয়েছে।
অথচ কর্তৃপক্ষ গত সপ্তাহেই জানিয়েছিল, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা বিপুল পরিমাণ পরিচালন মুনাফা করতে যাচ্ছে।
ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিকস ইউনিয়ন বলেছে, আমরা ১০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় সাধারণ ধর্মঘট ডেকেছি। আলোচনা করতে কর্তৃপক্ষের কোনো ইচ্ছা নেই। এ কথা জানার পর আমরা ধর্মঘট ডেকেছি।
এই ধর্মঘটের কারণে উৎপাদন/production ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে কোম্পানির একজন মুখপাত্র/spokesperson জানিয়েছেন, স্যামসাং ইলেকট্রনিকস এটা নিশ্চিত/ensure করবে যে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না।
ইউনিয়নের/union সঙ্গে সরল বিশ্বাসে দর-কষাকষি করতে কোম্পানি অঙ্গীকারবদ্ধcommitted বলে ওই মুখপাত্র জানান।
ওদিকে ইউনিয়ন বলছে, উৎপাদনে বিঘ্ন ঘটছে বলে পরিষ্কারভাবে/clearly দেখা গেছে। যত বেশি সময় ধরে ধর্মঘট চলবে, ততই কর্তৃপক্ষকে/authority বেশি সমস্যার মুখোমুখি হতে হবে।
ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, শেষ পর্যন্ত তারা পরাজয় মেনে আলোচনার টেবিলে আসবে। জয় সম্পর্কে আমরা আশাবাদী।
স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাড়বে বলে আশা করা হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের এপ্রিল থেকে জুন নাগাদ মুনাফা ১৫ গুণ/15 times বেশি বাড়বে বলে আশা করছে কোম্পানিটি। এ হিসেবে স্যামসাংয়ের মুনাফা এক হাজার ৪০০ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি কোম্পানি স্যামসাং বিশ্বে মেমোরি চিপ, স্মার্টফোন/smartphone ও টেলিভিশনের বৃহত্তম নির্মাতা।
মুনাফার এমন ঘোষণা দেয়ার পরই সিউল পুঁজিবাজারে/Seoul stock exchange স্যামসাংয়ের শেয়ারের দাম দুই শতাংশ বেড়েছে।