টপ নিউজবিনোদন

একদিকে বচ্চন পরিবার, অন্যদিকে ঐশ্বরিয়া!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়েতে উপস্থিত ছিলেন একদিকে বচ্চন পরিবার, অন্যদিকে ঐশ্বরিয়া! কিন্তু কেন?

আম্বানিদের বিয়ে বলে কথা; এই বিয়েতে হলিউড থেকে বলিউড/Bollywood, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনকুবেররা/richest উপস্থিত ছিলেন।

তবে, বলিউডের নামী এই পরিবারের মধ্যে ভাঙন/broken প্রকাশ্যে লক্ষ করা গেছে। পুরো পরিবার একদিকে আর বচ্চনবধূ অন্যদিকে।

বিয়েতে সপরিবার আসেন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন, অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দা এবং পুরো পরিবার। সবাই সেদিন (গত শুক্রবার) সোনালি রঙের পোশাকে সেজেছিলেন।

পুরো পরিবার একসঙ্গে হাজির হলেও অনুষ্ঠানে আলাদাভাবে মেয়ের হাত ধরে আসেন ঐশ্বরিয়া রায়/Aishwarya Rai। ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন মা-মেয়ে।

বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন ঐশ্বরিয়া ও মেয়ে। অন্যদিকে ঐশ্বরিয়া!

অনুষ্ঠানে/event সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট পরেন ঐশ্বরিয়া। চুল খোলা রেখে মাথায় পরেন টিকলি, সঙ্গে মানানসই গয়না ও লাল হ্যান্ডব্যাগ। আর মেয়ে আরাধ্য/ পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট।

পরিবারের এই আলাদা উপস্থিতিতে মনে প্রশ্ন, তাহলে কি ভেঙে যাচ্ছে ঐশ্বরিয়া-অভিষেকের সংসার? নতুন করে চাউর হয়েছে বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন/rumor।

সেদিন বর্ষীয়ান অভিনেত্রী রেখার/Rekha সঙ্গে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছে খোশ মেজাজে। ঐশ্বরিয়াকে দেখেই জড়িয়ে ধরেন রেখা। রেখা ও ঐশ্বরিয়ার সেই মুহূর্ত ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে/Social Media।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *