CoinEgg Telegram bot থেকে প্রতিদিন ইনকাম
CoinEgg Telegram bot থেকে প্রতিদিন ইনকাম করে তা সঙ্গে উত্তোলন করতে পারবেন। বর্তমানে ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট গুলোর বেশিরভাগই টেলিগ্রাম কেন্দ্রিক হয়ে গেছে।
টেলিগ্রামে প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপ আসছে। কিন্তু বর্তমানে এয়ারড্রপ থেকে ইনকাম করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ টেলিগ্রাম সোস্যাল প্ল্যাটফর্ম হওয়ায় এই সেক্টরে অনেক লোক ঝুঁকে গেছেন। ফলে নতুন প্রজেক্ট গুলো তাদের ইউজারদের কাঙ্ক্ষিত পরিমাণ এয়ারড্রপ দিতে পারছে না।
আজকে আপনাদের সাথে এমন একটি টেলিগ্রাম bot শেয়ার করবো যেখান থেকে আপনি চাইলে প্রতিদিন Withdraw করতে পারবেন। এখানে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না এবং কি পাবেন না পাবেন সেটা নিয়েও চিন্তা নেই। আপনি যতো কাজ করবেন আপনার ইনকামও ঠিক ততো হবে। পুরো বিষয়টি নির্ভর করে আপনার ইচ্ছে ও কাজের ওপর।
এতোক্ষণ বলছিলা CoinEgg Telegram Bot-এর কথা। অলরেডি আমি এই সাইট থেকে মোটামুটি ভালো পরিমাণ উপার্জন করেছি। এই প্রজেক্টটি বিশ্বস্ত এবং পেমেন্ট করে।
সাইট লিংক : CoinEgg
এখানে কাজ করা খুব সহজ, আহামরি কোনো সময় লাগবে না। দিনে ২/৩ বার বট-এ প্রবেশ করে ডিমগুলি সংগ্রহ করবেন এবং প্রতিদিন নগদ ডলারও পাবেন। অর্থ উত্তোলন করতে ডায়মন্ড কালেক্ট করতে হবে। প্রতিদিন Task অপশন থেকে ফ্রিতে ২/৩ টা করে ডায়মন্ড পাবেন। এছাড়াও প্রতিটি রেফারেলে ২টা করে ডায়মন্ড পাবেন।
৫ ডলার withdraw করতে ১৪০ টা ডায়মন্ড লাগবে। আপনার যদি বড় কোনো গ্রুপ বা চ্যানেল থাকে তাহলে আপনি অনায়াসে অনেক ডায়মন্ড কালেক্ট করতে পারবেন। এছাড়া ফেসবুক গ্রুপে শেয়ারের পাশাপাশি আপনার একাধিক টেলিগ্রাম আইডি দিয়ে রেফারেল নিতে পারবেন।
বর্তমানে টেলিগ্রাম কেন্দ্রিক অনেক ফেক প্রজেক্ট লঞ্চ হচ্ছে। তারা নির্দিষ্ট সময় ধরে সাধারণ ইউজারদের দিয়ে বিভিন্ন ছোট ছোট কাজ করিয়ে নিচ্ছে এয়ারড্রপের লোভ দেখিয়ে। কিছু প্রজেক্ট স্ক্যাম করে, আবার কিছু প্রজেক্ট লঞ্চও করে।
বাছাই করে ভালো এয়ারড্রপে কাজ করলে ভালো একটা প্রফিট করা সম্ভব। এখানে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কারণ কোনো কোনো প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে লিষ্ট না হওয়ায় অনেকে অধৈর্য হয়ে মাইনিং ছেড়ে দেন।
এই সময়ে বেশিরভাগ প্রজেক্টই নির্দিষ্ট টাইমে লিস্ট হচ্ছে না। সবাইকে মুলা দেখিয়ে তারা ঠিকই ইনকাম করে নিচ্ছে। তাই যাচাই বাচাই করে এয়ারড্রপে কাজ করতে হবে।
ভালো ভালো মাইনিং প্রজেক্ট গুলো সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন।
টেলিগ্রাম লিংক : FreeAirdropCollect
Read more…