বাংলাদেশের ৩০০০ কর্মী নেবে ইউরোপ
বাংলাদেশের ৩০০০ কর্মী নেবে ইউরোপ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া তিন হাজার কর্মী নেবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর এ তথ্য জানা যায়।
এই তিন হাজার কর্মীর দক্ষতার ওপর নির্ভর করছে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনা। র কথাও জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত।
বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এরপরও ২০৩২ সাল পর্যন্ত যাতে বাংলাদেশি পণ্যে ইইউ থেকে জিএসপি (শুল্কহ্রাস) সুবিধাসহ বিদ্যমান অন্যান্য সুবিধা অব্যাহত থাকে, তা নিয়ে আলোচনা হয়েছে।