প্রথম মহাশূন্যে ভ্রমণ
প্রথম মহাশূন্যে ভ্রমণ করেন যে নভোারী তার বিষয়ে আসুন জানি। অনেক দেশ মহাশূন্য অভিযানে যাচ্ছে। মহাকাশচারীরা মিশনে যাচ্ছেন গবেষণা করতে। কিন্তু প্রথম মহাশূন্যে ভ্রমণ-এ গিয়েছিলেন সোভিয়েত নভোচারী অ্যালেক্সি লিওনভ।
১৯৬৫ সালের ১৮ মার্চ তিনি মানবজাতির হয়ে প্রথম গিয়েছিলেন মহাকাশে। সেখানে প্রায় ১২ মিনিট অবস্থান করেছিলেন।
ভস্তক-২ নামের মহাকাশযানে চড়ে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রোমঞ্চকর এই অভিজ্ঞতা থেকে ফিরে এলে তাঁর কাছে মহাকাশযাত্রা নিয়ে জানতে চাওয়া হয়।
তিনি বলেন, মহাশূন্যে পা রেখেও তিনি যে পড়ে যাননি, এ বিষয়টি তাঁকে অবাক করেছে। সেই সঙ্গে পৃথিবীর বাইরে থেকে দেখা নক্ষত্র তাঁকে অভিভূত করেছে।
লিওনভ ১৯৩৪ সালের ৩০ মে পশ্চিম সাইবেরিয়ার ছোট্ট শহর লিস্টভিয়াংকায় জন্মগ্রহণ করেন। প্রথমে আর্টস নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে ইউক্রেনের একটি বিমানবাহিনীর স্কুলকে নিজের শিক্ষার জায়গা হিসেবে বেছে নেন।
মহাশূন্যে প্রথম পদার্পণকারী এই ঐতিহাসিক মানুষটি ২০১৯ সালের ১১ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন।