আল্পসের দেশ সুইজারল্যান্ড
ইতালি, জার্মানি, ফ্রান্স, লিচেনস্টাইন ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি একটি পার্বত্য দেশ, যার ৮৩ শতাংশ ভূমি পাহাড়ি ভূখণ্ডে আবৃত।
ইউরোপের সর্বোচ্চ ও বৃহত্তম পর্বতমালা আল্পস দেশটির মধ্য দিয়ে বিস্তৃত।
সুইজারল্যান্ডে নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে। গ্রীষ্মকালে হালকা এবং শীতকালে তীব্র শীত থাকে, তুষারপাত হয় নিয়মিত।
সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্বত হলো ম্যাটারহর্ন। এর চূড়া ১৪ হাজার ৬৯২ ফুট উঁচু। এর আইকনিক পিরামিড আকৃতি এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বতের মধ্যে একটির মর্যাদা দিয়েছে।