টপ নিউজস্বাস্থ্য

কোথা থেকে এল ডেঙ্গু

কোথা থেকে এল ডেঙ্গু, তা কী জানেন? বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয়/tropical ও উপক্রান্তীয়/subtropical অঞ্চলে এডিস ইজিপটি ও এডিস অ্যালবোপিকটাস মশা জন্মায়। এই বিশেষ প্রজাতির মশার মাধ্যমে ডেঙ্গু/dengue ছড়িয়ে পড়ে।

ফ্লাভি ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত এবং নিবিড়ভাবে সম্পর্কিত চারটি ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। প্রাকৃতিকভাবে যেখানে এই মশার অস্তিত্ব রয়েছে, সেখানে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এতে অনেক মানুষ আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ৪ মাসে বিশ্বে ৭৬ লাখের বেশি ডেঙ্গুতে আক্রান্তের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের পুরো বছরের সংখ্যাকে যা ছাড়িয়ে গেছে। এ সময়ে মারা গেছেন তিন হাজার মানুষ। একই সময়ে ৯০টি/90 দেশে ডেঙ্গুর ভাইরাস সক্রিয়ভাবে ছড়াতে দেখা গেছে। ৩১টি/30 দেশের কর্তৃপক্ষ বলেছে, সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ২০২৩/2023 সালে ৬৫/65 লাখ আক্রান্তের ঘটনা জানা গিয়েছিল।

বিশেষ করে আমেরিকার দেশগুলোয় অনেক বেশি হারে আক্রান্তের ঘটনা ঘটেছে। ২০২৪/2024 সালের জুনে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি/cdc) দেশটিতে ডেঙ্গু ভাইরাসের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে একটি স্বাস্থ্য সতর্কতা জারি করে।

কীভাবে ডেঙ্গুর নামকরণ হলো? তা খতিয়ে দেখতে বিশ্বে ভাইরাসের নামকরণের প্রবণতা দেখে নেওয়া যাক। এতে দেখা গেছে, নানা সময় বিভিন্নভাবে বিশ্বে ভাইরাসের নামকরণ হয়েছে। এটি অগোছালো।

উপসর্গের ধরন অনুযায়ী কখনো কখনো অনেক ভাইরাসের নাম হয়েছে। কোনো কোনো ভাইরাসকে তাদের উৎপত্তিস্থল, এমনকি যে পশুর মধ্যে প্রথম তাদের অস্তিত্ব পাওয়া গেছে, সে পশুর নাম অনুযায়ী নামকরণ হয়েছে। এমন অনেক ভাইরাস/vidrus আছে, যেগুলোর ব্যুৎপত্তিগত তথ্যই হারিয়ে গেছে।

মূলত নামকরণের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে বিজ্ঞানীরা এখন পদ্ধতিগত নামকরণের ব্যবস্থা নিয়ে কাজ করছেন। এতে উৎপত্তির সঙ্গে সঙ্গে ভাইরাসকে শনাক্ত ও নামকরণ করা যায়।

ডেঙ্গু জ্বর/fever উপসর্গের সঙ্গে সম্পর্কিত। আক্রান্ত মানুষের মনে হয়, তাদের হাড়/bone ও পেশি/arm কুঁকড়ে যাচ্ছে। এতে তাদের চলাফেরা/movement করাটা যন্ত্রণাদায়ক হয়। কোথা থেকে এল ডেঙ্গু।

একটি তত্ত্ব অনুসারে, সোয়াহিলি ভাষায় ডেঙ্গুকে ‘কি ডেঙ্গা পেপো’/Swahili ki denga pepo বলে ডাকা হতো। এর সূত্র ধরেই পরবর্তী সময় স্প্যানিশ/Spanish ভাষায় ডেঙ্গু নামটি প্রচলিত হয়। কি ডেঙ্গা পেপোর অর্থ হলো হঠাৎই অশুভ আত্মা/evil spirit চেপে বসা।

অন্য একটি তত্ত্ব বলছে, ক্যারিবীয়/caribbean অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি পাওয়া যেত। ক্যারিবীয় অঞ্চলের লোকজন একে ড্যান্ডি/dandy বলে উচ্চারণ করত। হতে পারে, সেখান থেকেই ডেঙ্গুর নামকরণ হয়েছে।

তা ছাড়া স্প্যানিশ ডেঙ্গেরু শব্দ থেকেও এটি আসতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত মানুষের চলাফেরার কষ্ট বোঝাতে স্পেনে/Spain ডেঙ্গেরু শব্দটি ব্যবহার করা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *