খবরটপ নিউজ

কোভিডে উধাও ১০ বছরের অর্জন

২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়াবে ৭৮.১ বছরে। সম্প্রতি এমন এক গবেষণা প্রকাশিত হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে উল্টো ২ বছর কমে গেছে গড় আয়ু। অর্থাৎ গত এক দশকের উন্নতি এক নিমেষেই ধ্বংস করেছে মহামারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ২১ মে ডব্লিউএইচও’র এই বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা প্রকাশিত হয়। এতে দেখা যায়, মানুষের বর্তমান গড় আয়ু ৭৩.৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৭১.৪ বছরে। কমেছে ১.৮ বছর। এ ছাড়া প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ুও ৬৪.৮ থেকে ১.৫ বছর কমে দাঁড়িয়েছে ৬১.৯ বছর, যা ২০১২ সালের গড় আয়ুর ও স্বাস্থ্যকর আয়ুর সমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গড় আয়ু বেশি কমেছে আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এই অঞ্চলে গড় আয়ু কমেছে ৩ বছর। এ ছাড়া এ অঞ্চলে প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ু কমেছে ২.৫ বছর। এই সময়ে সবচেয়ে কম প্রভাব পড়েছে পশ্চিম প্যাসিফিক অঞ্চলে। এখানে গড় আয়ু ও প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ু কমেছে যথাক্রমে ০.১ বছর ও ০.২ বছর।

সংস্থাটি বলছে, সংক্রামক রোগে মানুষের মৃত্যুর ঘটনাও আগের তুলনায় ফিরে এসেছে। যেখানে ২০১৯ সালে অসংক্রামক রোগে ৭৯.৯ ভাগ মৃত্যুর বিপরীতে সংক্রামক রোগে মানুষের মৃত্যুর হার ছিল ১৮.২ ভাগ; সেখানে মহামারিতে শুধু ২০২০ সালে সংক্রামক রোগে মৃত্যু হয়েছে ২৩ শতাংশের। ২০২১ সালে এটি দাঁড়িয়েছে ২৮ দশমিক ১ শতাংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *