মধ্য এশিয়ার সুইজারল্যান্ড কিরগিজস্তান
মধ্য এশিয়ার মাঝে অবস্থিত কিরগিজস্তান। এটি একটি স্থলবেষ্টিত দেশ।
চীন, কাজাখস্তান ও উজবেকিস্তানের সঙ্গে সীমানা ভাগ করে নেওয়া এ দেশটি তার অসাধারণ ভূপ্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তার জন্য বিখ্যাত।
কিরগিজস্তান সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে ওপরে থাকা দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে অবস্থান করে। দেশের ৯০ শতাংশ জায়গা পাহাড়ে আচ্ছাদিত এবং এর গড় উচ্চতা তিন হাজার মিটারের বেশি। এই উচ্চতার কারণে দেশের নদীগুলো প্রবাহিত হয়ে সমুদ্র বা মহাসাগরে পড়ে না।
কিরগিজস্তানকে প্রায়ই ‘মধ্য এশিয়ার সুইজারল্যান্ড’ বলা হয়। এর কারণ হলো, দেশটির অপূর্ব পাহাড়ি দৃশ্য, শান্ত হ্রদ, বরফে ঢাকা চূড়া ও বিস্তৃত উপত্যকা।
হিমালয়ের পাদদেশে অবস্থিত কিরগিজস্তান প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ। কিরগিজস্তান প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। দেশটিতে বিরল ধাতু ও সোনার বড় ভান্ডার রয়েছে।