টপ নিউজফ্যাশন

মিস এআই হিজাবি ইনফ্লুয়েন্সার

মিস এআই হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সুন্দরী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ী কেনজা লাইলি মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার।

গত এপ্রিল মাসে এআই কনটেন্ট-নির্ভর ওয়েবসাইট ফ্যানভ্যু আয়োজন করে এআই সুন্দরী প্রতিযোগিতা ‘মিস এআই’। অনুষ্ঠিত হয়েছে এর চূড়ান্ত পর্ব। এতে কেনজা লাইলির মাথায় শোভা পেয়েছে বিজয়ীর মুকুট। রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।

কেনজা লাইলির প্রতিযোগী ছিলেন প্রায় ১ হাজার ৫০০। তাদের পেছনে ফেলে কেনজা এই সম্মাননা অর্জন করেছে।

প্রতিযোগিতায় সুন্দরীদের তিনটি বিষয়ের ওপর বিচার করা হয়েছে। এগুলো হচ্ছে-সৌন্দর্য, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি। আর সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হয়েছে।

প্রযুক্তিগত ক্ষেত্রে ক্রিয়েটরের (creator) দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে তিনি (ক্রিয়েটর) এ মডেল বানিয়েছেন, তা যাচাই করা হয়েছে। এখানে প্রম্পট (prompt) সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

হিজাব পরিহিত অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। সে-ই মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার।

হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা নিজের কনটেন্টের মাধ্যমে তার দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগ্রহী।

শুধু তা-ই নয়, আরব নারীর ক্ষমতায়নের বিশেষ অবদান রাখার লক্ষ্য কেনজার।

বিজয়ী হওয়ার পর কেনজা লাইলি বলে, আমি মানুষের মতো আবেগ অনুভব করি না, কিন্তু আমি আসলেই অনেক আনন্দিত। মিস এআই হিজাবি ইনফ্লুয়েন্সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *