সুখবর, সুখবর! ১০০ ডলারের স্নিকার আনছে নাইকি
১০০ ডলারের কমে বিভিন্ন দেশে স্নিকার্স আনবে নাইকি। কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন।
নাইকি সম্প্রতি তাদের জনপ্রিয় এয়ার জর্ডান ওয়ান স্নিকার কয়েকটি খুচরা বিক্রেতার কাছে জুতা ২০০ ডলারে বিক্রি করছে।
এ ছাড়া তাদের অন্যতম জনপ্রিয় স্নিকার্স এয়ার ফোর্স ওয়ান প্রায় ১৫০ ডলারে বিক্রি হচ্ছে।
অথচ নাইকির প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসের থ্রি-স্ট্রাইপড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সাম্বা ও মাল্টি-কালার গ্যাজেল স্নিকারের দাম ১০০ থেকে ১২০ ডলার।
তা ছাড়া নাইকির প্রতিদ্বন্দ্বী ক্লাউডফ্লো ফোর ও হোকার ক্লিফটন নাইন যথাক্রমে ১৫৯ দশমিক ৯৯ ডলার ও ১৪৫ ডলারে বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে সম্প্রতি জুতাগুলো নিয়ে অনেক ক্রেতা আগ্রহ হারিয়েছে।
তাই, আরও কম দামে, অর্থাৎ ১০০ ডলারের কমে স্নিকার আনতে চায় নাইকি।