অনলাইনটপ নিউজ

সুন্দরবনের মধু বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে

বাংলাদেশের নতুন ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে শিগগির ‘সুন্দরবনের মধু’ নিবন্ধিত হচ্ছে।

নিবন্ধনের বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করা হয়েছে। এরপর প্রাপ্ত তথ্য জার্নাল আকারে তৈরি করে বিজি প্রেসে পাঠানো হয়েছে।

এখন নিয়ম অনুযায়ী, দুই মাস অপেক্ষা করতে হবে। কেননা, জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাসের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে এটিকে জিআই হিসেবে নিবন্ধিত করা হবে।

আজ রোববার (৩০ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এ তথ্য জানায়।

বাগেরহাটের জেলা প্রশাসক ‘সুন্দরবনের মধু’কে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৭ আগস্ট আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *